বলিউড তারকাদের মধ্যে বাড়ি বদলের ধারা যেন শুরু হয়েছে। শাহরুখ খানের পর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন অভিনেতা আমির খান। জানা গেছে, তিনি বান্দ্রার নিজস্ব অ্যাপার্টমেন্ট ছেড়ে আপাতত অন্যত্র চলে যাচ্ছেন।
যদিও শাহরুখ খান ‘মান্নাত’-এর সংস্কারের কাজের জন্য অস্থায়ীভাবে ভাড়া বাড়িতে উঠেছেন বলে জানিয়েছেন, অনেকেই মনে করেন সম্প্রতি সাইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনার পর থেকে নিরাপত্তাজনিত দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একইভাবে আমির খানের বাড়ি বদলের কারণ ঘিরেও তৈরি হয়েছে নানা প্রশ্ন।
তবে আমির খানের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। তিনি যে ভবনে বাস করতেন, সেখানে একটি জনপ্রিয় রিয়েল এস্টেট কোম্পানি নতুন একটি বিলাসবহুল আবাসন গড়তে যাচ্ছে। ‘ভার্গো কো-অপারেটিভ হাউসিং সোসাইটি’র অধীনে পরিচালিত এই প্রকল্পের কাজ চলতি বছরের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই আবাসনের প্রতিটি ফ্ল্যাট হবে সমুদ্রবক্ষে মুখোমুখি, বারান্দা থেকে পাওয়া যাবে আরব সাগরের অপূর্ব দৃশ্য।
সূত্রের দাবি, এই রিয়েল এস্টেট কোম্পানির একাধিক প্রকল্পে ইতোমধ্যেই ফ্ল্যাট রয়েছে আমির খানের নামে। ফলে অভিনেতা তার নিজের যেকোনো একটি ফ্ল্যাটেই অস্থায়ীভাবে থাকতে পারেন। যদিও এখনও পর্যন্ত তিনি পুরোনো আবাসন ছেড়ে কোথায় উঠছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
রিয়েল এস্টেট কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আবাসনের বর্তমান বাসিন্দাদের জন্য অস্থায়ী ঠিকানার ব্যবস্থা তারা করে দিচ্ছে। আমির খানের মতো তারকার জন্য এটি খুব বেশি জটিল কিছু নয়, কারণ একই এলাকায় তার অন্য ফ্ল্যাটও রয়েছে।
প্রসঙ্গত, নতুন গড়ে ওঠা আবাসনের প্রতিটি স্কয়ার ফিটের দাম হতে পারে এক লাখ টাকা, যা এই প্রকল্পকে বান্দ্রার অন্যতম বিলাসবহুল নির্মাণে পরিণত করবে। ধারণা করা হচ্ছে, কয়েকশো কোটির এই প্রকল্প আগামী বছরের মধ্যেই সম্পন্ন হবে এবং আমির খান তখন তার পুরোনো ঠিকানায় ফিরে আসবেন।
তবে আপাতত বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ ঠিক কোথায় উঠছেন, তা জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।