গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি

SHARE

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন। সোমবার (২১ এপ্রিল) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫১ হাজার ২৫০ জনে। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯৩১ জনের বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি অভিযানেই প্রাণ গেছে ১,৮৬৪ জন ফিলিস্তিনির। আহত হয়েছেন আরও প্রায় ৪,৯০০ জন। ধ্বংসস্তূপ ও রাস্তায় এখনও বহু মরদেহ আটকে থাকলেও উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না।

ইসরায়েল জানুয়ারিতে আন্তর্জাতিক চাপে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চের মাঝামাঝি ফের বিমান হামলা শুরু করে। হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার ইস্যুতে মতানৈক্যের পরই এই নতুন দফার আক্রমণ শুরু হয়।

জাতিসংঘের তথ্যমতে, এই যুদ্ধের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।