দক্ষিণ কোরিয়ায় দাবানল নিয়ন্ত্রণে সামরিক হেলিকপ্টার মোতায়েন

SHARE

দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মাঝখানে থাকা বাফার জোন বা ডিমিলিটারাইজড জোনে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। আজ শুক্রবার (১১ এপ্রিল) সিউল জানায়, আগুন নেভাতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

গত মাসে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে ৩০ জনের বেশি প্রাণ হারানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশের গোসিওং এলাকায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে আগুন লাগে।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ কোরিয়া ফরেস্ট সার্ভিসের দুইটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানায় কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্টভাবে পড়ছে দক্ষিণ কোরিয়ায়।
চলতি বছর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে গড়ের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়া দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

১৯৫০-৫৩ সালে একটি যুদ্ধবিরতির মাধ্যমে কোরিয়া যুদ্ধ শেষ হলেও শান্তিচুক্তি স্বাক্ষর হয়নি। তাই আজও দুইটি দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধে রয়েছে।

সূত্র : এএফপি