সেলফি জাদুঘর!

SHARE

selfiiএখন সেলফির যুগ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস খুললেই দেখা যায় নানা ধরনের সেলফি ছবি। আনন্দ, দুঃখ, রাগ, অভিমান, একাকিত্ব, টেনশন- জীবনের সব মুহূর্তে নিজের ছবি লেন্সবন্দি করে রাখার হিড়িক চলছে দুনিয়া জুড়ে।

আর সেলফি প্রেমীদের জন্য এবার অভিনব উদ্যোগ নিল ফিলিপাইন। বহু অর্থ ব্যয়ে সেদেশে তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম সেলফি মিউজিয়াম। সেলফি তোলার জন্য বিশেষ এই জাদুঘরটি বিভিন্ন দেশের মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে সোমবার থেকে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুনিয়ার প্রথম সেলফি মিউজিয়াম নিয়ে ব্যাপক উদ্দীপনা ছড়িয়েছে বিশ্বে। মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্যান্য মিউজিয়ামে সাধারণত নানা ছবি ও ভাস্কর্য দর্শকদের ছুঁয়ে দেখা নিষেধ থাকে।

কিন্তু এই মিউজিয়ামে সব শিল্পকলা ছুঁয়ে দেখতে পারবেন দর্শকরা। শুধু তাই নয়, ইচ্ছেমত সেলফি-ও তুলতে পারবেন।

তাই যাত্রার শুরুতেই জনপ্রিয়তা পেয়েছে সেলফি-র জাদুঘর। মার্কিন পর্যটক জেনা এলিয়েলের কথায়, ‘অন্যান্য মিউজিয়ামে অনেক গম্ভীর ভাবে থাকতে হয়। কোনো কিছু ছুঁয়ে দেখা যায় না। ভয়ে ভয়ে ছবি তুলতে হয়।। কিন্তু সেলফি মিউজিয়ামে দেদার আনন্দ। যা ইচ্ছে, তাই করা যাচ্ছে।