২০১৮ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘বি’তে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, জর্ডান, তাজিকিস্তান ও কিরগিজস্তান।
মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশ্বকাপের এশিয়া মহাদেশীয় বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের এই ড্র অনুষ্ঠিত হয়।
৪০টি দলকে ৮টি গ্রুপে ভাগ করে এই ড্র করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে আছে ৫টি করে দল। এখান থেকে মোট ১২টি দল যাবে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলোর সঙ্গে যোগ হবে সেরা চারটি ‘গ্রুপ রানার্স আপ’ দল।
খেলা হবে দুটি লেগে। এ বছরের ১১ জুন থেকে ২০১৬ সালের ২৯ মার্চ পর্যন্ত এই পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।