আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের লজ্জাজনক হারের পর ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে যে, ‘কোচ দোরিভাল জুনিয়র আর ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে নেই। বোর্ড তাকে (দোরিভাল) ধন্যবাদ জানাচ্ছে এবং তার ক্যারিয়ারের সাফল্য কামনা করছে … সিবিএফ তার স্থলাভিষিক্ত খুঁজে বের করতে কাজ করবে।’
২০২৪ সালের জানুয়ারিতে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রধান কোচের দায়িত্ব নেন ৬২ বছরের দোরিভাল।
তবে ১৫ মাসের বেশি স্থায়ী হতে পারেননি তিনি। গত বছরের মার্চে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নিজের যাত্রা শুরু করা দোরিভাল ১৬ ম্যাচে সেলেসাওদের ডাগআউটে দাঁড়িয়ে ৭ জয় এবং ৭ ড্রয়ের পাশাপাশি হেরেছেন ২টি ম্যাচ। ২৫ গোল দেওয়ার বিপরীতে হজম করেছে ১৭ গোল। এর মধ্যে আছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায়ের ব্যর্থতাও।
দোরিভাল জুনিয়রের বিদায়ের পর ব্রাজিল কোচের উত্তরসূরি কে হবেন তা নিয়েও আলোচনা চলছে। এই তালিকায় সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছে কার্লো আনচেলত্তির নাম। আনচেলত্তিকে অবশ্য অনেক দিন ধরেই নাকি পেতে আগ্রহী ব্রাজিল ফুটবল ফেডারেশন। যদিও এই কোচের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি আছে এই মৌসুমের শেষ পর্যন্ত।
পাশাপাশি বিকল্প হিসেবে আছেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুসও। জেসুস বর্তমানে আল হিলালের কোচের দায়িত্বে আছেন। তবে শেষ পর্যন্ত কে কোচ হবেন, সেটা জানতে আরো কিছু সময় হয়তো অপেক্ষা করতে হবে।