ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ঝুঁকিপূর্ণ স্থাপনায় মস্কো ও কিয়েভের পাল্টাপাল্টি হামলা বন্ধে ইউক্রেন ও এর ইউরোপীয় মিত্রদের প্রস্তাবের কয়েক দিনের মাথায় রাশিয়া এই হামলা চালাল।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া অন্তত ৫৪টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০০টি ড্রোন হামলা চালিয়েছে। পূর্বের খারকিভ থেকে পশ্চিমের টারনোপিল পর্যন্ত জ্বালানি অবকাঠামোগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার হামলায় চার শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়ার হামলা প্রতিহত করতে প্রথমবারের মতো ফ্রান্সের মিরাজ ২০০০ যুদ্ধবিমান ব্যবহার করেছে তারা।
মাসখানেক আগে ফ্রান্স থেকে কিয়েভের কাছে এই যুদ্ধবিমান সরবরাহ করা হয়। ইউক্রেনের সঙ্গে তার অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের টানাপড়েন সম্পর্ক চলার মধ্যে রাশিয়া এই ব্যাপক আক্রমণের ঘটনা ঘটাল।