আগের গল্পটা সবাইকে কাঁদিয়েছিল, এবার হাসাবে: আমির খান

SHARE

আঠারো বছর আগে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে চলতি বছরের বড় দিনে পর্দায় আসছেন আমির খান। ‘সিতারে জামিন পার’ সিনেমাটির ক্লাইম্যাক্স শুটিং হয়েছিল গুজরাটে।

গুজরাটে শুটিং করা নিয়ে সম্প্রতি আমির খান বলেন, যখন আমি খুব ছোট ছিলাম তখন বাবার সঙ্গে গুজরাটে এসেছিলাম। এখানে বাবার অনেক ছবির শুটিং হতো।
এত বছর পর যখন এখানে আসলাম তখন কত কিছুই না মনে পড়ে যাচ্ছে। তবে অনেক কিছু পরিবর্তন হয়েছে এখানে। রাস্তাঘাট, বাড়িঘর সবকিছুই পাল্টে গেছে। যখন আমি প্রথম এখানে আসি তখন আমার বয়স ছিল ১২।
প্রতি বছর যেন অল্প অল্প করে পাল্টে যাচ্ছে শহরটা।

‘সিতারে জামিন পার’ দিয়ে প্রায় ১৮ বছর পর ফের দর্শিল সাফারির সঙ্গে পর্দায় শেয়ার করবেন আমির। ‘তারে জামিন পার’-এ ছোট্ট ঈশানের যে গল্প দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব, সেই গল্পের দ্বিতীয় পর্ব অর্থাৎ তরুণ ঈশানের গল্প আসতে চলেছে এবার।

সিনেমাটি প্রসঙ্গে আমির খান বলেন, এই বছরের শেষে অর্থাৎ বড় দিনে সিনেমাটি মুক্তি পাবে।
আশা করি সিনেমার গল্প আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে আগের গল্পটা যেমন সবাইকে কাঁদিয়েছিল, এই গল্পটা সবাইকে হাসাবে। ‘সিতারে জামিন পার’ আবেগপ্রবণ গল্প নিয়ে তৈরি নয়।

প্রসঙ্গত, আমির খান এবং দর্শিল সাফারি ছাড়া এই সিনেমায় অভিনয় করছেন জেনেলিয়া ডি সুজা, শাহিদ কাপুর, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রাহুল কোহলি, আরবাজ খান, সোনালী কুলকার্নি এবং বিশেষ ভূমিকা অভিনয় করবেন নিখত খান (আমির খানের বোন)।