শোয়েব মাকসুদের পর বাংলাদেশ সফরে খেলা হচ্ছে না সোহাইল খানের। পিঠের ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তানের এই পেসার। তার পরিবর্তে ওয়ানডে দলে অর্ন্তভুক্ত হয়েছেন পেসার জুনায়েদ খান। টেস্ট ও টি-২০ দলে আগেই ছিলেন জুনায়েদ। এবার ওয়ানডে দলেও থাকছেন তিনি।
শুক্রবার কন্ডিশনিং ক্যাম্পে চার ওভার বোলিংয়ের পর পিঠে ব্যথা অনুভব করেন সোহাইল খান। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়।
পাকিস্তান দলের প্রধান নির্বাচক হারুন রশীদ বলেন, “সোহাইলের অনিশ্চিত ফিটনেসের কারণে আমরা জুনায়েদ খানকে ওয়ানডে দলেও যুক্ত করা সিদ্ধান্ত নিয়েছি। এখন আমরা বলতে পারছি না সোহাইলের ইনজুরি কতটা গুরুতর কিন্তু এখন তাকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে।”
সোহাইল বিশ্বকাপে ১২ উইকেট নিয়েছিলেন। জুনায়েদ খান বিশ্বকাপ মিস করেছিলেন হাঁটু ও উরুর ইনজুরির কারণে।