গতকাল পার হয়েছে গাজা যুদ্ধের এক বছর। এই দিনটিকে মাথায় রেখে অনেকটা বর্ষপূর্তি উদযাপন মনোভাব নিয়ে ইসরায়েলি শহর হাইফার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে প্রায় ১৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহ ও হামাস। সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, হাইফার বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা চালায় সশস্ত্র সংগঠন দুটি।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে হাইফার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়েছিল। তবে এসব রকেট ধ্বংস করতে ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছিল।
উল্লেখ্য, এসব হামলায় হাইফা এলাকায় ১০ জন এবং মধ্য ইসরায়েলে আরও দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।




