অন্তর্বর্তী সরকারকে সংসদের মেয়াদ কমানোর প্রস্তাব গণঅধিকার পরিষদের

SHARE

অন্তর্বর্তী সরকারকে সংসদের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করার পরামর্শ দিয়েছে গণঅধিকার পরিষদ। পাশাপাশি দ্বি কক্ষ বিশিষ্ট সংসদের দাবিও জানিয়েছে দলটি। শনিবার (৫ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে এ কথা জানান দলটির সভাপতি নুরুল হক নুর।

নুরুল হক নুর বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পেছনে ইন্দনদাতাদের খুঁজে বের করতেও পরামর্শ দিয়েছি। এ সময় রাষ্ট্র সংস্কারে মোট ১২ দফা প্রস্তাবনা তুলে ধরার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষা ও চিকিৎসা কমিশন গঠন এবং দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করতে হবে। এ সময় গণহত্যায় জড়িতদের গ্রেফতার ও শেখ হাসিনার আমলে পাচারকৃত অর্থ ফেরত আনারও দাবি জানান তিনি।