যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০

SHARE

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হেলেন’। ঘূর্ণিঝড়টির তাণ্ডবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, উত্তর ক্যারোলিনা এবং ভার্জিনিয়ায় ‘হেলেন’ এর কারণে অন্তত ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায়, গভর্নর রয় কুপারের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে উত্তর ক্যারোলিনায় কমপক্ষে ১০ জন মারা গেছে। অন্যদিকে, সালুদা কাউন্টির দুই দমকলকর্মীসহ দক্ষিণ ক্যারোলিনায় কমপক্ষে ২০ জন মারা গেছে।

জর্জিয়ায়, গভর্নর ব্রায়ান কেম্পের একজন মুখপাত্রের মতে, আলামোতে টর্নেডোতে অন্তত ১৭ জন মারা গেছে। এদিকে, ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।

শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে, কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই ঘূর্ণিঝড়ের কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্য বিপুল পরিমাণ বাড়ি-ঘর, ব্যবসায় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।