সব আইনি প্রক্রিয়া শেষ করেই জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, আজকে জামায়াত-শিবির আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল দিয়েছে। এটি আদালত অবমাননার সামিল।
আজ মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত জামায়াত-শিবিরের হরতালের প্রতিবাদে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
তিনি আরো বলেন, সহিংসতা করে কোনো লাভ হবেনা। সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাংলাদেশে কার্যকর করা হবে। কাউকেই রেহাই দেওয়া হবেনা।
জোটের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন সহ ২২টি সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক ও নেতৃবৃন্দরা।