আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আব্দুল আউয়াল মিন্টু সজ্ঞানে ভুল করেছেন। তিনি জানতেন তার প্রার্থিতা টিকবে না। এজন্য তিনি তার ছেলেকে প্রার্থী করেছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ আরো বলেন, “নিজ দলের প্রার্থী না থাকায় বিএনপি এখন মাহী বি চৌধুরীকে প্রার্থী হিসেবে ভাড়া করছে। তাদের এখন চরম দৈন্য দশা চলছে। ওয়ান ইলেভেনের কুশিলবরা ভদ্রবেশী শয়তান মন্তব্য করে তিনি বলেন, মাহী বি চৌধুরী তাদের অন্যতম। সিটি নির্বাচনে এদের প্রতিহত করতে হবে।”
হরতাল অবরোধের প্রত্যেকটি ঘটনায় বেগম খালেদা জিয়া হুকুমের আসামি অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর উচিত প্রত্যেকটি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কোএা শৈথিল্য সহ্য করা হবে না।”
সমাবেশে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য হাজী সেলিম প্রমুখ।