শাহজালালে পৌনে দুই কেজি সোনাসহ আটক ৬

SHARE

gold11রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪টি সোনার বার ও সোনার গয়নাসহ ছয়জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার সকাল নয়টার দিকে তাদের আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন পৌনে দুই কেজি বলে জানিয়েছে এপিবিএন।

আটক যাত্রীরা হলেন, কামরুল হাসান (৫২), তার স্ত্রী ইসমত আরা (৪০), মহসিন বাদল (৪৫), তার স্ত্রী জেসমিন বাদল (৪২), মজিবুর রহমান (৪৮) ও মো. আজাদ (৫২)। যাত্রীরা শরীরের বিভিন্ন স্থানে এসব সোনা ও গয়না লুকিয়ে রেখেছিলেন।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের ভাষ্য, সকাল সাড়ে সাতটার দিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকায় আসেন ওই ছয় যাত্রী। প্রায় দেড় ঘণ্টা পর বিমানবন্দরের ২ নম্বর ক্যানপি থেকে তাঁদের আটক করা হয়। যাত্রীদের কাছ থেকে একশ গ্রাম ওজনের ১৪টি সোনার বার ও ৩০০ গ্রাম ওজনের গয়না উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।