নোয়াখালীতে শিবির পুলিশ সংঘর্ষ, নিহত ১

SHARE

noyakhaliনোয়াখালী শহরে ছাত্রশিবিরের একদল কর্মী আকস্মিকভাবে সড়কে নেমে যানবাহন ভাঙচুর করেছে। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় পড়ে গিয়ে শিবিরের এক কর্মী নিহত হন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মফিজ প্লাজা এলাকায় প্রধান সড়কে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, মৃত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে মফিজ প্লাজা এলাকায় প্রধান সড়কে শিবির ঝটিকা মিছিল বের করে। তারা দলীয় স্লোগান দিয়ে যানবাহন ভাঙচুর করতে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে টহল পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পালানোর সময় একজন সড়কের পাশে নর্দমায় (ড্রেন) পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

ছাত্রশিবিরের নোয়াখালী উত্তর জেলার সভাপতি মো. মায়াজ বলেন, “ আমাদের এক কর্মী পুলিশের গুলিতে মারা গেছেন। একজন গুলিবিদ্ধ হয়েছেন।”