বিএনপির নেত্রী খালেদা জিয়া তিন মাস পর তার গুলশান কার্যালয় থেকে বেরিয়ে আদালতে গিয়ে একটি দুর্নীতি মামলায় জামিন নেন রোববার।
পরে কার্যালয়ে না ফিরে তিনি গুলশান এলাকায় তার বাসভবনে গিয়ে ওঠেন।
এই ঘটনার পর থেকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার নমনীয়তার পরিচয় দিয়েছে।
কিছুদিন আগেও সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে। আওয়ামী লীগের অন্য নেতাদের মুখ থেকেও এমন বক্তব্য এসেছে।
সেখানে সরকারের বর্তমান অবস্থানের প্রসঙ্গে এইচ টি ইমাম বলছিলেন, সরকারের নমনীয়তা যেমন নয়, তেমনি এ ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে তেমনও নয়।
তিনি বলেন, “আমাদের কাছে তারা যেগুলো বলেছেন, সেগুলো না বললেও আমরা খালেদা জিয়ার নিরাপত্তার ব্যবস্থা করতাম। তাকে কার্যালয় থেকে আদালত পর্যন্ত যাওয়ার রাস্তা পরিষ্কার করে দেয়া হয়েছে এবং আদালতে, রাস্তায়, সর্বত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।”
এখানে সমঝোতার কোনো ব্যাপার নেই বলে জানান এইচ টি ইমাম। এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কোনো পক্ষ ছিল না বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য আমরা যে চেষ্টা করলাম তাতে সাড়া দিয়ে বিএনপি গণতন্ত্রের পথে আসবে বলে আমরা প্রত্যাশা করছি।”