প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার এমন একটা শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চায় যেন সরকার পাল্টে গেলেও শিক্ষা ব্যাহত না হয়।
তিনি বলেন, শিক্ষার উন্নয়নে সব রাজনৈতিক দলের মনোভাব এক নয়, এ অবস্থায় সরকার অবৈতনিক শিক্ষা বিনামূল্যে বই বিতরণ, নারীশিক্ষার যেসব কার্যক্রম হাতে নিয়েছে তা অক্ষুণ্ন রাখতেই শিক্ষা সহায়তা ট্রাস্টকে আরো জোরদার করতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর উপদেষ্টা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন শিক্ষা প্রসারে কী করণীয় তা জানতে তিনি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার খোঁজ খবর নিয়েছেন। শ্রীলংকার শতভাগ শিক্ষা, ভারতের কেরালার শিক্ষায় এগিয়ে থাকা থেকে শিক্ষা নিয়েই নানা উদ্যোগ নিচ্ছেন তিনি।
অনেক দরিদ্র বাবা-মা ছেলে-মেয়েদের শিক্ষা চালিয়ে যেতে পারেন না, তাদের শিক্ষা যেন থেমে না যায় সে জন্য সরকার নানা পদেক্ষপ নিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, কেবল সরকার একা নয় সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসতে হবে।
এ জন্যই ট্রাস্ট ফান্ডে বিত্তশালীদের অনুদান বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।