দেশব্যাপী গুম, খুন, অপহরণ ও দুর্নীতির প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিতে রওয়ানা করেছেন প্রধান অতিথি ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুর পৌনে দুইটার দিকে খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে রওনা করেন। তার সঙ্গে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ অন্য নেতারা। নারায়ণগঞ্জ ও মুক্তারপুর ব্রিজ হয়ে মুন্সীগঞ্জে পৌঁছাবেন খালেদা জিয়া। জনসভা শেষে রাতেই ঢাকায় ফিরবেন তিনি।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের পাশে হাট লক্ষীগঞ্জে জেলা বিএনপি এই জনসভার আয়োজন করেছে। জনসভা উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার সর্বত্র নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ ও জনগণের মধ্যে ব্যাপক প্রচার চালানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গুম-খুনের প্রতিবাদে ১৭ মে রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ীতে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু সে সময় অনুমতি মেলেনি। এরপর ২২ মে গুম-খুনের প্রতিবাদে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এবং সর্বশেষ গত শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে খালেদা জিয়াকে সমাবেশ করতে দেয়া হয়নি।