অক্সিজেন-হাটহাজারী মহাসড়ক সম্প্রসারণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারায় অসন্তোষ প্রকাশ করে ঠিকাদারী প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিলের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় অক্সিজেন-হাটহাজারী মহাসড়ক সম্প্রসারণ কাজ পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, অতিরিক্ত সময় দেওয়ার পরও ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স নির্ধারিত সময়ে সম্প্রসারণ কাজ শেষ করতে পারেনি।
তাদের গাফেলতির কারণে কাজের কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। এভাবে ধীরগতিতে কাজ করলে মানুষের দুর্ভোগ বাড়বে। তাই কার্যাদেশ বাতিল করলাম।
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।