মীনাকুমারী হবেন কঙ্গনা

SHARE

kongona4বিদ্যা বালান যদি পর্দায় সুচিত্রা সেন হয়ে ওঠেন, তবে মীনাকুমারী হয়ে উঠছেন কঙ্গনা রানাওয়াত৷  প্রয়াত অভিনেত্রীর বায়োপিক তৈরি হতে চলেছে বলিউডে৷ আর পর্দায় তাকে ফুটিয়ে তোলার ভার পড়েছে কঙ্গনার ওপর৷

মীনাকুমারী হিন্দি সিনেমার তুখোড় অভিনেত্রী তে বটেই, আবার তিনি কবিও৷ ব্যক্তিগত জীবনে নানা যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন৷ মারাত্মক অসুখেও ভুগেছেন৷ সিরোসিস অফ লিভার রোগেই মাত্র ৩৯ বছর বয়সে তিনি প্রয়াত হন৷ তার চরিত্রের একপিঠে তাই যতখানি গ্ল্যামার, আলোর ছটা, অন্যপিঠে লেগে আছে ততোখানিই বিষণ্ণতা৷ বহু গুণমুগ্ধের ভিড়েও আসলে এক একা নারী৷ বলা বাহুল্য এরকম এক মানুষকে পর্দায় আবার জীবন্ত করে তুলতে দরকার একজন দক্ষ অভিনেত্রীর৷ গ্ল্যামার ও বিষণ্ণতাকে একইসাথে অভিব্যক্তিতে ধরতে যে কঙ্গনা ভালোই পারেন তা তার একাধিক ছবিতে দেখা গেছে৷ স্বাভাবিকভাবেই এ চরিত্র করার জন্য তারই ডাক পড়েছে৷

তবে এই মুহর্তে কঙ্গনার হাতভর্তি কাজ৷ সামনেই সুজয় ঘোষ ও হংসল মেহতার ছবি৷ সে কাজ মিটতে মিটতে প্রায় বছর শেষ হয়ে যাবে৷ কঙ্গনার তাই মীনাকুমারী হতে সেই ২০১৬৷ সব ঠিকঠাক চললে তিগমাংশু ধুলিয়ার পরিচালনায় কঙ্গনাকে দেখা যাবে পর্দায় মীনাকুমারী হয়ে উঠতে৷