রানাঘাট ধর্ষণের ঘটনায় আরো চার ‘বাংলাদেশি’ আটক

SHARE

rape caseভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটে ৭৪ বছরের এক খ্রিষ্টান নান বা সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে পাঞ্জাব পুলিশ লুধিয়ানা থেকে চারজনকে আটক করেছে।

ভারতের বেশ কটি মিডিয়া লুধিয়ানা পুলিশের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলছে আটক এই চারজন বাংলাদেশি নাগরিক।

তাদেরকে মঙ্গলবার আটক করা হয়।

পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশের ডিআইজি দিলিপ আদক বিবিসি বাংলার কাছে আটকের এই ঘটনা নিশ্চিত করেছেন। তবে তাদের নাম পরিচয় বলতে তিনি অস্বীকার করেন।

তিনি জানিয়েছেন, লুধিয়ানা পুলিশ এই চারজনের ছবি তাদেরকে পাঠিয়েছে।

রানাঘাটের ঘটনার সিসিটিভি ফুটেজে যে সব লোকের চেহারা ধরা পড়েছে, তাদের সাথে এই চারজনের ছবি মিলিয়ে দেখা হচ্ছে।

মি আদক জানান, গত ১৮ই মার্চ আটক মোহাম্মদ সালিম এবং গোপাল সরকারের মোবাইল ফোনের কল-লিস্ট থেকে তারা দেখেছিলেন লুধিয়ানার কয়েকটি মোবাইল ফোনে অনেকগুলো কল করা হয়েছিল।

নাম্বারগুলো লুধিয়ানা পুলিশকে জানানো হয়, এবং তার সূত্র ধরেই এই চারজনকে আটক করা হয়েছে।

পশ্চিমবঙ্গের পুলিশ কর্মকর্তারা বলছেন, সিসিটিভি ফুটেজের সাথে তাদের চেহারার মিল পেলেই ঐ চারজনকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হবে।