চিলির বন্যায় ২৩ জনের মৃত্যু, নিখোঁজ ৫৭

SHARE

cili floatচিলির উত্তরাঞ্চলীয় মরু অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যার কারণে মঙ্গলবার আরো পাঁচজনের মৃতদেহ পাওয়া গেছে।

এ নিয়ে প্রাকৃতিক এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৫৭ জন।

প্রবল বর্ষণে চিলির আতাকামা অঞ্চল ডুবে গেছে। এখানে বিশ্বের সবচেয়ে শুষ্ক মরু অঞ্চল অবস্থিত। প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় আতাকামা ও আন্তোফাগাস্তা এলাকার গ্রামগুলো সম্পূর্ণ তলিয়ে গেছে। খবর এএফপি’র।

জাতীয় জরুরি বিভাগের পরিচালক রিকার্ডো তোরো বলেন, “এই বন্যায় ২৩ জনের মৃত্যু ও ৫৭ জন নিখোঁজ হয়েছে। এছাড়াও এতে ২২ হাজার ৩৮১ জন বাস্তুচ্যুত হয়েছে।”

চিলির প্রেসিডেন্ট মিচেলি বাচেলেট চলতি সপ্তাহান্তে সতর্ক করে জানিয়েছেন, ওই এলাকার পরিস্থিতি ‘খারাপ’ এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।

তার সরকার দুর্গত মানুষের সহায়তায় এ পর্যন্ত প্রায় ৯৫ লাখ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

এখন পর্যন্ত ৯৫ শতাংশ গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। দুর্গত এলাকার ৮০ শতাংশ এলাকায় বিশুদ্ধ পানিও পুনরায় সরবরাহ করা হয়েছে।