১৪ কোটি টাকার কারেন্ট জাল আটক

SHARE

current netদেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ১৪ কোটি টাকার মাছ ধরার কারেন্ট জাল অাটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত ১৫ দিনে বাংলাদেশ নৌবাহিনী দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদী, সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় অভিযান চালিয়ে এই জাল আটক করে। সোমবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাটকা সংরক্ষণ প্রকল্পের আওতায় নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধারে অভিযান চালায় নৌবাহিনী। গত ১৫ মার্চ থেকে দেশের জাটকা সমৃদ্ধ বিভিন্ন নদ-নদীগুলোয় অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় ৪৪ লাখ ৫২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল আটক করা হয়েছে।

আটককৃত জালগুলো স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।