দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ১৪ কোটি টাকার মাছ ধরার কারেন্ট জাল অাটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত ১৫ দিনে বাংলাদেশ নৌবাহিনী দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদী, সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় অভিযান চালিয়ে এই জাল আটক করে। সোমবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাটকা সংরক্ষণ প্রকল্পের আওতায় নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধারে অভিযান চালায় নৌবাহিনী। গত ১৫ মার্চ থেকে দেশের জাটকা সমৃদ্ধ বিভিন্ন নদ-নদীগুলোয় অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় ৪৪ লাখ ৫২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল আটক করা হয়েছে।
আটককৃত জালগুলো স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।