সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, কারো অধিকার নাই একটা আদর্শকে হত্যা করার। আমরা আদর্শিক রাজনীতি চাই। আওয়ামী লীগকে ’২৪-এর আগস্টের পরে নিষিদ্ধ করার জন্য জামায়াতে ইসলামের পক্ষ থেকে পিটিশন দায়ের করা হয়েছিল। আওয়ামী লীগকে সারাজীবনের জন্য হাইকোর্ট যেন নিষিদ্ধ করে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম, যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসেছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করার।
আসাদুজ্জামান আরো বলেন, আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে।
সেদিন আমি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। কারণ আমরা চিন্তা করি আদর্শের। আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না।




