ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলল ইসলামী আন্দোলন

SHARE

বরিশাল-৫ আসন থেকে জামায়াতে ইসলামী দল বা জোট থেকে কোনো প্রার্থী দিবে না বলে জানিয়েছেন। বরিশাল এ আসনটি ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের জন্য ছেড়ে দিয়েছে বলে জানান জামায়াত।

রোববার ( ১৮ জানুয়ারি) রাতে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ তথ্য জানান।

তবে জামায়াতের এ সিদ্ধান্তকে আমলে নিতে নারাজ ইসলামী আন্দোলন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেন, এ ধরনের ছাড়ে এখন আর কিছু করার নেই। পরিস্থিতি অনেকটাই দেরিতে নেওয়া সিদ্ধান্তের মতো হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, নির্বাচন নিয়ে আসন ভাগাভাগিতে সমঝোতা না হওয়ায় গত শুক্রবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিন দিনের মাথায় জামায়াতের পক্ষ থেকে ফয়জুল করীমের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা এল।

প্রসঙ্গত, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে বরিশাল-৬ আসনে জামায়াত তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে বলে জানিয়েছে। ওই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী।