মিয়ানমারে সরকারি সেনা এবং আরাকানের স্থানীয় মিলিশিয়া বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বাংলাদেশ সীমান্তের কাছে এ সংঘর্ষ হয়েছে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আরাকানের স্থানীয় মিলিশিয়া বাহিনী রাখাইন প্রদেশে অবস্থিতি সরকারি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়েছে। তারা ওই সামরিক ঘাঁটি দখল করার পর বহু অস্ত্র শস্ত্র নিয়ে গেছে। আরাকানের স্থানীয় মিলিশিয়া বাহিনী সরকারি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোকাঙ্গ স্থানীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে জোট গঠন করেছে।
গত ১৭ মার্চ থেকে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের সপ্তম দফা শান্তি আলোচনা শুরু হয়েছে এবং রাজধানীতে এ বৈঠক এখনো চলছে। কিন্তু তারপরও সংঘর্ষের এ ঘটনা ঘটলো।
এদিকে, সরকারের সঙ্গে শান্তি আলোচনা চলার একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলীয় কাচিন প্রদেশের কয়েকটি শহরেও স্বাধীনতাকামী কাচিন সশস্ত্র গ্রুপের সঙ্গে সরকারি সেনাদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা আবারো শান প্রদেশের কোকাঙ্গ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।