প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানের আকাসাকা প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়েছে

SHARE

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে রবিবার টোকিও পৌঁছান শেখ হাসিনা।

জাপানের স্থানীয় সময়  সোমবার সকাল সোয়া নয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাসাদের নয়নাভিরাম চত্বরে পৌঁছলে তাঁকে এ উষ্ণ স্বাগত অভ্যর্থনা দেয়া হয়।83074_1

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে জাপানের প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন ও সশস্ত্র বাহিনীর অভিবাদন গ্রহণ করেন।

এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরসঙ্গী মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

জাপানের প্রধানমন্ত্রীও তার মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে জাপানের বহু সংখ্যক স্কুলশিশু দু’দেশের ক্ষুদ্র জাতীয় পতাকা নেড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অর্ভ্যথনা জানায়।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, অ্যাম্বাসেডর-এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, পররাষ্ট্র সচিব শহীদুল হক, ইআরডি সচিব মো: মেজবাহউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস