চাঁদা দাবিতে বাবা-ছেলেকে অপহরণ করে গুলি

SHARE

৫০ লাখ টাকা চাঁদা দাবিতে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন মিয়া ও তার ছেলে শামছুদ্দোহা রাজুকে তাদের নিজ বাসা থেকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। পরে তাদের পিটিয়ে ও গুলি করে আহত করা হয়।image_92806_0

শনিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এতে জসীম উদ্দিনের পরিবারের একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৩ জন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যবসায়ী জসীম উদ্দিন মিয়া বাংলামেইলকে জানান, নাছির বাহিনীর প্রধান নাছির ও তার সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন থেকে আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঘরের দরজা ভেঙে অস্ত্র ঠেকিয়ে আমাদের মারধর করে। এসময় তারা ১০ ভরি সোনা, নগদ ৩ লাখ টাকাসহ আমাকে ও আমার ছেলেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে ১০ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতিতে আমি ছাড়া পাই। পরে পুলিশ আমার ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু নাছের ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘নাছির বাহিনীর সন্ত্রাসীদের হাতে দুইজন অপহরণের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। রাতে অপহৃতদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের আগেই তাদের উদ্ধার করা হয়েছে।’