ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

SHARE

bogra mapবগুড়ায় ট্রাকচাপায় রিয়াদ মাহমুদ (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রেখেছে।

বগুড়া-রংপুর সমহাসড়কের মহাস্থান সবুজ নার্সারির সামনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াদ গোকুল উত্তরপাড়ার মিলনের ছেলে। সে গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, প্রতিদিনের মত সোমবার সকালে বাইসাইকেল নিয়ে রিয়াদ মাহমুদ স্কুলে যাচ্ছিল। মহাস্থান সবুজ নার্সারির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছে রেখেছে।

সকাল সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান করছিল। বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।