মিশরের একটি আদালত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১৯ সমর্থককে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে।
গত নভেম্বরে আল-আজহার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগে তাদেরকে এই দণ্ড দেয়া হয়েছে।
এছাড়া তাদেরকে ২০ হাজার মিশরীয় পাউন্ড বা ২ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
মামলায় একজন অপ্রাপ্তবয়স্ককেও তিনবছর সাজা দেয়া হয়েছে। তবে অভিযুক্ত একজন তুর্কিকে খালাস দেয়া হয়েছে।
মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের প্রায়ই কার্যত কোনো শুনানি ছাড়াই গণবিচারে মৃত্যুদণ্ডসহ দীর্ঘমেয়াদী সাজা দেয়া হচ্ছে।
গত বছরের জুলাই মাসে মুরসিকে বন্দুকের নলের মাথায় উৎখাত করার পর শত শত গণতন্ত্রপন্থীকে হত্যা এবং হাজার হাজার ব্রাদারহুডকর্মীকে গ্রেপ্তার করেছে মিশরের সেনাবাহিনীর প্রতিষ্ঠিত সরকার।