ইয়েমেনে হুতি সদর দফতরে বিমান হামলা

SHARE

biman eyamenইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সদর দফতরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৫ বিদ্রোহী নিহত হয়েছে।

রোববার এক সামরিক কর্মকর্তা জানান, সানার পশ্চিমাঞ্চলে আল-সুবাহা ঘাঁটিতে শনিবার রাতে এ হামলা চালানো হয়।

রাজধানীর সামরিক হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানান, হাসপাতালে ১২ জনের মৃতদেহ পাঠানো হয়েছে এবং আহত ১৮ যোদ্ধাকে ভর্তি করা হয়েছে।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আরব জোটের যুদ্ধবিমান থেকে গোলা ফেলা হয়েছে। এতে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বিমানবন্দরের এক সূত্র রোববার জানায়, এই প্রথমবারের মতো আরব জোটের বিমান থেকে বিমানবন্দরে হামলা চালানো হলো।

গত চার দিন ধরে আরব জোট ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে।