সেরাদের তালিকায় মুশফিক-মাহমুদউল্লাহ

SHARE

mushi mahmud২০১৫ বিশ্বকাপের ‘সেরা দশ’-এর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের দুজন খেলোয়াড়। সর্বোচ্চ রান স্কোরারের তালিকার ৯ নম্বরে আছেন মাহমুদউল্লাহ। আর সর্বোচ্চ ডিসমিসালের দিক থেকে মুশফিকুর রহিমের অবস্থান পঞ্চম।

সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার নয় নম্বরে থাকা মাহমুদউল্লাহর সংগ্রহ ৩৬৫ রান। বিশ্বকাপে তিনি ম্যাচ খেলেছেন ছয়টি। এক ম্যাচে তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১২৮। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে তার সেই দুর্দান্ত ইনিংসটিও সেদিন আটকাতে পারেনি দলের পরাজয়। এ তালিকার শিখরে আছেন কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল। টুর্নামেন্ট শেষে তিনি ঝুলিতে নিয়ে ফিরছেন ৫৪৭ রান।

উইকেটের পেছনে দাঁড়িয়ে দুর্দান্ত ছিলেন মুশফিকও। ৮টি ডিসমিসাল নিয়ে সর্বোচ্চ ডিসমিসাল তালিকায় যৌথভাবে ৫ নম্বরে আছেন তিনি। নিয়েছেন ৭টি ক্যাচ, করেছেন ১টি স্ট্যাম্পিং। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে একাই নিয়েছিলেন চারটি ক্যাচ।

সর্বোচ্চ রান
নাম                  ম্যাচ                     রান
মার্টিন গাপটিল          ৯                      ৫৪৭
কুমার সাঙ্গাকারা        ৭                      ৫৪১
এবি ডি ভিলিয়ার্স       ৮                      ৪৮২
ব্রেন্ডন টেলর             ৬                      ৪৩৩
শিখর ধাওয়ান           ৮                      ৪১২
স্টিভেন স্মিথ             ৮                      ৪০২
তিলকরত্নে দিলশান    ৭                      ৩৯৫
ফাফ ডু প্লেসি           ৭                      ৩৮০
মাহমুদউল্লাহ            ৬                      ৩৬৫

সর্বোচ্চ ডিসমিসাল

নাম                      ম্যাচ                   ডিসমিসাল
ব্র্যাড হ্যাডিন             ৮                         ১৬
মহেন্দ্র সিং ধোনি        ৭                         ১৫
দিনেশ রামাদিন         ৭                         ১৩
লুক রনকি               ৯                         ১৩
ম্যাথু ক্রস                ৬                         ১০
কুইন্টন ডি কক          ৮                        ১০
উমর আকমল           ৭                         ৮
জস বাটলার             ৬                         ৮
মুশফিকুর রহিম         ৬                        ৮