‘যৌনকর্মীর মতো পোশাক’ পরলে গ্রেফতার, নয়া আইন ফ্রান্সে

SHARE

sex worker franchফ্রান্সের কুখ্যাত রেড লাইট এলাকাগুলির  কথা মনে হলেই যে ছবি উঠে আসে তা পাল্টাতে বদ্ধপরিকর প্রশাসন। ‘বেশভুষায় যৌনকর্মীর মতো দেখতে’ হলেই যেতে হতে পারে গারদে। এমনই একটি নতুন আইন তৈরি হচ্ছে ফ্রান্সে।

এই আইন অনুসারে, আঁটোসাঁটো পোশাক ও হাইহিল পরে  যে মহিলারা ঘোরাফেরা করবেন তাদের যৌনকর্মীর মতো দেখতে মনে হলেই গ্রেফতার করা হবে। আর এজন্য যৌনকর্মীদেরও আইনের কোপ থেকে বাঁচতে সাধারণ পোশাকই পরতে হবে। কারণ, এর থেকে বাদ পড়বেন না যৌনকর্মীরাও। ওই আইনে অর্থের বিনিময়ে কোনও ব্যক্তিকে যৌনসম্পর্কে আকর্ষণ করার চেষ্টা অবৈধ বলে ঘোষণা করেছে।

ফ্রান্সের যৌনকর্মীদের সংগঠন অবশ্য এই আইনকে পশ্চাদমুখী আখ্যা দিয়েছে। সংগঠনের মুখপাত্র ক্লো নাভারো বলেছেন, এই আইনে পোশাকের ভিত্তিতে মেয়েদের অপরাধী বানানো হবে। এছাড়াও পেশাগত কারণে যৌনকর্মীদের এই আইনের শিকার বানানো হবে।

ফরাসী আইনসভার উচ্চকক্ষ সেনেটে আগামী সপ্তাহেই প্রস্তাবিত এই আইন নিয়ে ভোটাভুটি হবে। যদিও অর্থের বিনিময়ে যৌনসম্পর্ককারীকে শাস্তির আওতার বাইরেই রাখা হচ্ছে। শুধুমাত্র প্রকাশ্যে যৌন সম্পর্কের জন্য প্রলুব্ধ করার ক্ষেত্রেই আইনে শাস্তির সংস্থান থাকছে।