ফ্রান্সের কুখ্যাত রেড লাইট এলাকাগুলির কথা মনে হলেই যে ছবি উঠে আসে তা পাল্টাতে বদ্ধপরিকর প্রশাসন। ‘বেশভুষায় যৌনকর্মীর মতো দেখতে’ হলেই যেতে হতে পারে গারদে। এমনই একটি নতুন আইন তৈরি হচ্ছে ফ্রান্সে।
এই আইন অনুসারে, আঁটোসাঁটো পোশাক ও হাইহিল পরে যে মহিলারা ঘোরাফেরা করবেন তাদের যৌনকর্মীর মতো দেখতে মনে হলেই গ্রেফতার করা হবে। আর এজন্য যৌনকর্মীদেরও আইনের কোপ থেকে বাঁচতে সাধারণ পোশাকই পরতে হবে। কারণ, এর থেকে বাদ পড়বেন না যৌনকর্মীরাও। ওই আইনে অর্থের বিনিময়ে কোনও ব্যক্তিকে যৌনসম্পর্কে আকর্ষণ করার চেষ্টা অবৈধ বলে ঘোষণা করেছে।
ফরাসী আইনসভার উচ্চকক্ষ সেনেটে আগামী সপ্তাহেই প্রস্তাবিত এই আইন নিয়ে ভোটাভুটি হবে। যদিও অর্থের বিনিময়ে যৌনসম্পর্ককারীকে শাস্তির আওতার বাইরেই রাখা হচ্ছে। শুধুমাত্র প্রকাশ্যে যৌন সম্পর্কের জন্য প্রলুব্ধ করার ক্ষেত্রেই আইনে শাস্তির সংস্থান থাকছে।