সিটি নির্বাচন সুষ্ঠু হবে: হানিফ

SHARE

hanif14আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে যারা মনোনয়নপত্র তুলেছেন তারা জমাও দেবেন, এবং সকল রাজনৈতিক দল বিভিন্ন প্রার্থীকে সমর্থনও দেবেন আর নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ফলে কোনো দল রাজনৈতিকভাবে কী করল কী বলল সেটা ভাববার সময় এখন আর নেই।”

রোববার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রিড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

হানিফ বলেন, “যারা অপরাধ করেছেন তাদের মধ্যে গ্রেফতার আতংক থাকতেই পারে, তবে বিএনপির আরো অনেক নেতা রয়েছেন যারা নির্ভয়ে চলাফেরা করছেন তাদের মধ্যে গ্রেফতার আতংক নেই। যারা প্রেট্টলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করার মতো নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তাদের মনেই ভয় ও গ্রেফতার আতংক আছে এবং তারা আত্মগোপনে রয়েছে।”

তিনি বলেন, “সরকার দেশের উন্নয়নের সার্থে আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক, এতে কোন দলের লোক জড়িত সেটা দেখার বিষয় নয়।”

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, সরকারী কলেজ’র অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা, মহিলা কলেজ’র অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।