বিশ্বকাপের একাদশ আসরের ফাইনালে ১৮৪ রানে টার্গেট নিয়ে খেলতে নেমে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ১ ওভার ৪ বলে তাদের প্রথম উিইকেট হারায়। অ্যারন ফিঞ্চ ৫ বল খেলে ০ রানে আউট হন। অস্ট্রেলিয়ার এখন ক্রিজে রয়েছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।
এর আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১৮৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শিরোপার লড়াইয়ে টস জিতে ব্যাট করতে নামে কিউইরা।
ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি নিউজিল্যান্ডের। শুরুতেই তারা ব্যাটিং বিপর্য়য়ে পড়ে। ৪৫ ওভার শেষে সবকটি উইকেটে হারিয়ে কিউইদের সংগ্রহ ১৮৩ রান।
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ব্রেন্ডন ম্যাককালাম। এদিন রানের খাতাই খুলতে পারেননি কিউই অধিনায়ক।
এই ম্যাচে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই দলই তাদের সেমিফাইনালের একাদশ অপরিবর্তিত রেখেছে।
অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হ্যাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড।
নিউজিল্যান্ড দল : ব্রেন্ডন ম্যাককলাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেলর, কোরি অ্যান্ডারসন, গ্র্যান্ট এলিয়ট, লুক রনকি, ড্যানিয়েল ভেটোরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।