আগামী মাসের প্রথম সপ্তাহে চীনা প্রধানমন্ত্রী লি খসিয়াংয়ের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও শেষ সময়ে তিনি তার ঢাকা সফর স্থগিত করেছেন।
এর ফলে চীনা প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর অনিশ্চত হয়ে পড়লো।
এপ্রিলের প্রথম সপ্তাহে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনা প্রধানমন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল বলে জানা গেছে।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দেশটির সঙ্গে প্রস্তাবিত কয়েকটি চুক্তির বিষয়ে কিছু জটিলতা থাকায় এ যাত্রায় সফর স্থগিত করেছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
জানা জানায়, ৫ জানুয়ারির নির্বাচনের পর ওই বছর জুনেই চিন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় লি খসিয়াংয়ের ঢাকায় আসার কথা ছিল।
তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দেশটির সঙ্গে প্রস্তাবিত কয়েকটি চুক্তির বিষয়ে কিছু জটিলতা থাকায় এ যাত্রায় সফর স্থগিত করেছেন তিনি।