সুদানে শান্তি রক্ষা মিশনে গেলেন ১৪০ পুলিশ

SHARE

police logoবাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর দারফুর সুদান মিশনে ব্যানএফপিইউ-১  কন্টিনজেন্ট প্রতিস্থাপনের  উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

শনিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছেন। পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ শামীম দলটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জাতিসংঘ মিশনে গমনকারী দলটিকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, হাইতি, মালি, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার ৩৭৬ জন সদস্য পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।