গরু পাচারের অভিযোগ, এসআই-কে মেরে হাসপাতালে পাঠাল বিএসএফ

SHARE

bsf23সীমান্তে গরু পাচারকে কেন্দ্র করে রাজ্য পুলিশ ও বিএসএফের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল  মুর্শিদাবাদের জলঙ্গি। বিএসএফের জওয়ানদের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি জলঙ্গি থানার এক এসআই।

শনিবার রাত্রে পুলিশ হানা দেয়  জলঙ্গির সরকার পাড়ায়।  গ্রামে  গ্রামবাসীদের একাংশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ । এই অবস্থায় পুলিশকে আক্রমণ করে বিএসএফ জওয়ানরাও। আহত হন একজন এসআই।

গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামের এক রাজনৈতিক নেতার সঙ্গে হাত মিলিয়ে সরাসরি গরু পাচারে অংশ নেয় জলঙ্গি থানার পুলিশ কর্মীরা। গ্রামবাসী ও বিএসএফ কর্মীরা পাচারে বাধ দিলে ঝামেলা শুরু হয়। পরে সকালে ফের গ্রামে যায় পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ তল্লাশির নামে পুলিশ অত্যাচার চালাচ্ছে। এদিকে পুলিসের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগে রোববার সকালে থানায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।