সালাহ উদ্দিনের সন্ধানের গুজব ছড়ানোয় দুই যুবক গ্রেফতার

SHARE

arrestবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে- এমন গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক যুবকরা হলেন মোখলেছুর রহমান ও আলিম শিকদার

শনিবার রাত ও রোববার ভোররাতে অভিযান চালিয়ে নগরের আগ্রাবাদের মিস্ত্রিপাড়া ও সীতাকুণ্ডের হোসনাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, প্রাথমিকভাবে তারা শিক্ষক পরিচয় দিয়ে পুলিশকে ফোন করার কথা স্বীকার করেছেন। তারা মূলত প্রতারক চক্রের সদস্য।

এরা পত্রিকায় প্রকাশিত নিখোঁজ সংবাদ থেকে পরিবারের ফোন নম্বর নিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে জানিয়ে অর্থ আদায় করেন বলেও জানান সন্তোষ চাকমা ।

গত সপ্তাহে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরে সালাহ উদ্দিন অবস্থান করছেন বলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি টেলিফোনে পুলিশে খবর দেন। পরে সেখানে অভিযান চালায় পুলিশ। কিন্তু ওই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।