সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দুটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, কুর্দি প্রধান হাসাকা শহরে নববর্ষ উদযাপনের সময় এ সব হামলা চালানো হয়েছে।
সিরিয়ার চার বছরের গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করা ব্রিটেনভিত্তিক এ মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়া ও ইরাকে লড়াইরত কট্টরপন্থী জিহাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ সব হামলা চালিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই গৃহযুদ্ধ শুরু হয়। সিরিয়ায় চার বছর ধরে চলা গৃহযুদ্ধে দুই লাখেরও বেশী মানুষ নিহত হয়েছেন।