‘আইএস ও দাউদ ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন তারেক’

SHARE
shajahannআন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) ও ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে বলে দাবি করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
বুধবার সকালে লক্ষ্মীপুরের কমলনগরের মতিহার উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া, জামায়াত-শিবির ও ২০ দলীয় জোট দানবীয় রূপে আর্বিভূত হয়েছে। এ পর্যন্ত হেলপার, ড্রাইভার, শিশুসহ অসংখ্য মানুষকে এরা পেট্রোল বোমায় পুড়িয়ে হত্যা করেছে।  দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করেছে।’
নৌমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘তারেক জিয়া লন্ডনে দাউদ ইব্রাহীম ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর সাথে বৈঠক করেছে। খালেদা জিয়া দুর্নীতির মামলা থেকে রক্ষা পেতে যে কোন উপায়ে ক্ষমতায় যেতে চায়।’
চলমান পরিস্থিতিতে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা আবারো নাকচ করে দেন শাজাহান খান। বলেন, ‘দানবের সাথে মানবের আলোচনা চলে না।’
বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে নৌমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়। ঘুষ দিতে হয়না। যারা মানুষকে হত্যা করেছে তাদের বিচার এ দেশের মাটিতে হবেই। স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেবো।’
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চলনায় সমাবেশে আরো যোগ দেন সাংসদ এনামুল হক ও শাহাজান কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলামসহ সরকারি দল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ আবদুল্যা আল মামুন।
সমাবেশের আগে নৌমন্ত্রী শাজাহান খান কমলনগরের মতিরহাট ঘাট ও ডুবচর পরিদর্শন করেন।