বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আগামী বার্ষিক সভা এবার বার্বাডোজে অনুষ্ঠিত হবে। ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোজের ব্রিজটাউনে আইসিসির চলতি বছরের বার্ষিক সভা ২২ থেকে ২৬ জুন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে আইসিসির মিডিয়া বিভাগ।
এই প্রথম ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে আইসিসির বার্ষিক সভা। প্রায় ৫০টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নিবেন। আমেরিকা অঞ্চলের দেশগুলোর প্রতিনিধরাও থাকবেন সভায়।
এর মাধ্যমে বার্বাডোজের পর্যটন সমৃদ্ধি পাবে বলে আশা করছে স্থানীয়রা। আইসিসির এই সভার কারণে বার্বাডোজের পর্যটন বিভাগ অনেক কর্মসূচিও হাতে নিয়েছে অতিথিদের জন্য।
গোটা ক্যারিবিয়ান দ্বীপের ইতিহাস, ঐতিহ্য নিয়েও কাজ করবে স্থানীয়রা। আইসিসির বার্ষিক সভার জন্য প্রস্তুতিও নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও বার্বাডোজ ক্রিকেট এসোসিয়েশন।
এর আগে মেলবোর্ন, লন্ডন, হংকং, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ক্রিকেটের অভিবাবক সংস্থা আইসিসির বার্ষিক সভা।