সিরিয়ার রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অংশ করা হবে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
সোমবার এক বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা বলেন, বাশার আল-আসাদের শাসন অবসানের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা।
শান্তি প্রতিষ্ঠা করতে হলে আসাদের সঙ্গে কথা বলতে হবে্- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেন, “আমরা দীর্ঘ দিন ধরে যেমনটি বলে আসছি যে, শান্তি প্রক্রিয়ায় অংশ হতে আসাদ সরকারের প্রতিনিধিত্বের প্রয়োজন সব সময়ই রয়েছে। তবে তার মানে এই নয় যে, সেই প্রতিনিধি খোদ আসাদই হবেন।”
এদিকে আসাদ বলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হয় কি না, তা দেখার অপেক্ষায় আছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদে বলা হয়, আসাদ ইরানের টেলিভিশনকে বলেন, “আমরা এখনো মন্তব্য শুনছি। আমাদের পদক্ষেপের অপেক্ষায় থাকতে হবে এবং এরপরই আমরা সিদ্ধান্ত নেব।”
সিরিয়ার বিরোধী পক্ষের প্রতি সমর্থন দেয়ায় দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে সহায়তা’র অভিযোগ করে আসছেন আসাদ।
সিরীয় প্রেসিডেন্ট বলেন, “আমাদের কাছে দেশকে রক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।” বাসস।