২০০৭ বিশ্বকাপের পুনরাবৃত্তির প্রত্যাশা সাকিবের

SHARE
sakib27২০০৭ বিশ্বকাপে অনেকটা বলেকয়েই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেবার শচীন-সৌরভ, দ্রাবিড়-শেওয়াগ আর যুবরাজ-ধোনিদের শক্তিশালী ভারত ছিটকে যায় বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই।
পোর্ট অব স্পেনে আট বছর আগে খেলা সেই ম্যাচটিকেই এবার কোয়ার্টার ফাইনালের অনুপ্রেরণা দেখছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অলরাউন্ডারের প্রত্যাশার পালে হাওয়া দিচ্ছে সাম্প্রতিক ফর্মও ‌’আট বছর আগে আমরা ভয়হীন ক্রিকেট খেলেছি তাদের বিপক্ষে। আমরা সবাই চাই এখন তেমনই আরেকটি ম্যাচ খেলতে। চলতি বিশ্বকাপে এ পর্যন্ত আমরা কোনোরকম ভয়কে পাত্তা না দিয়ে খেলতে পেরেছি। ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বিপক্ষেও যেটা দেখা গেছে। ওইরকম খেলতে পারলে ভালো একটা ম্যাচই আমরা পাচ্ছি।’
২০০৭ ক্যারিবীয় বিশ্বকাপে ব্যাটিংয়ে বাংলাদেশের চমক ছিল তিন তরুণ তুর্কি তামিম, মুশফিক আর সাকিব। সময়ের পরিক্রমায় এখন সেই তিনজনই বাংলাদেশ দলের মূল ভরসা। সঙ্গে সৌম্য, সাব্বির, তাসকিনদের মধ্যে উজ্জীবিত তরুণও আছে এবারের দলে। সাকিবের প্রত্যাশা নিজেদের দিনে যে কোনো কিছুই করতে পারে বাংলাদেশ, ”এটা দিনের উপর নির্ভর করছে। ভালো শুরু করা দরকার। আমরা যাই করি, নিজেদের কাজ ঠিকমতো করে যেতে পারলে সবকিছুই সম্ভব।’
বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত ২৮টি ম্যাচ খেলেছে ভারত। যার তিনটিতে জিতেছে বাংলাদেশ। বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ধোনি, রায়নাদের নিয়ে এবারের দলটিও বেশ শক্তিশালী। সে কথা স্মরণ করেও সাকিবের প্রত্যয়ী, ‘ভারত খুবই ভালো দল। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কয়েকজন ভালো খেলোয়াড় আছে, যারা বিশ্বকাপেও দারুণ করছে। তবে আমাদের আত্মবিশ্বাসও যথেষ্ট পরিমাণেই আছে। এখন ম্যাচের জন্য অপেক্ষা করছি আমরা। কাগজে কলমে অবশ্যই ভারত এগিয়ে, এতে কারোই সন্দেহ নেই। তবে একটা দিনই তো, কে জানে দিনটা আমাদের ভালো যেতে পারে, আর ওদের জন্য খারাপ।’
সূত্র: এএফপি