মাগুরা শহরতলীর ভায়না এলাকায় জেলা মৎস্য ভবনে একাধিক ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় গ্যারেজে রাখা জেলা মৎস্য কর্মকর্তার জিপ আগুনে পুড়ে গেছে।
রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মৎস্য অফিসের অফিসের সহকারী নজরুল ইসলাম ও ফার্ম ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, মৎস্য অফিস ভবন এলাকায় রাতে ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে তারা দেখতে পায় অফিস সংলগ্ন গ্যারেজে মৎস্য কর্মকর্তার জিপে আগুন জ্বলছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভায়।
জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, জিপে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
অতিরিক্তি পুলিশ সুপার সুদর্শন রায় জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মাগুরা দমকল বাহিনীর সাব-স্টেশন অফিসার গোলক চন্দ্র বাড়ৈ জানান,খবর পেয়ে তারা আগুন নিয়ন্ত্রন করেন। কিভাবে আগুনের ঘটনা ঘটেছে তা পুলিশ বলতে পাবে।