সালাহ উদ্দিনকে আদালতে সোপর্দের আহ্বান খালেদার

SHARE

khaledaaঅবিলম্বে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করে আদালতে সোপর্দ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকা বারের সভাপতি অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার এ কথা জানান।

গুলশান কার্যালয় সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ঢাকা বারের নব নির্বাচিত সভাপতি অ্যাড. মাসুদ আহমেদ ও সেক্রেটারি ওমর ফারুক ফারুকী গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

এরপর রাত ৯ টা ৫ মিনিটের দিকে তারা গুলশান কার্যালয় থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

মাসুদ আহমেদ তালুকদার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির মামলাসহ যাবতীয় মামলা নিয়ে কথা হয়েছে। এছাড়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে যেসব নেতাকর্মী মামলায় গ্রেফতার হয়েছে তাদের আইনি সহায়তা দেয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালত যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ৫ এপ্রিল অনেক দূরে রয়েছে। সময় হলে দেখা যাবে।