‘ড্রাগনের দেশে’ যখের ধন! একের পর এক সমাধি খুলতেই চোখ কপালে। রাশি রাশি সোনার মোহর। হীরা-জহরত। সম্পত্তি যেন শেষ হচ্ছে না। চীনে কয়েক হাজার বছরের প্রাচীন কয়েকটি সমাধি থেকে মিলল বাক্স ভরতি সোনার মোহর, হীরা, গয়না, ব্রোঞ্জ। প্রত্যেকটি সমাধিই খ্রিস্টের জন্মের প্রায় ২২১ বছর আগের বলে জানা গিয়েছে।
মধ্য চীনের হেনান প্রদেশের ঘটনা। ঝউকউ শহরের কাছে জিয়াংচেং-এর বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েক বছর ধরেই খনন কার্য চালাচ্ছেন প্রত্নতত্ত্ববিদেরা। সম্প্রতি একটি এলাকায় খননকার্য চালাতে গিয়েই ধাতব আওয়াজ পাওয়া যায়। বেশ কিছুক্ষণ খোঁড়ার পরই মেলে প্রাচীন সমাধি। সব মিলিয়ে ২১টি সমাধি উদ্ধার হয়েছে। আলোড়ন পড়ে যায়, যখন প্রত্যেকটি সমাধি থেকেই উদ্ধার হতে থাকে বহুমূল্য রত্নখচিত বাক্স। সেই বাক্সের মধ্যে পাওয়া গিয়েছে ঠাসা সম্পত্তি। সোনার মোহর, হীরা, দুর্মূল্য পাথর, গয়না-সহ বহু সামগ্রী।