ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কবর ধ্বংস হয়েছে। সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশটির তিকরিত শহর থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হটাতে চলমান যুদ্ধে সাদ্দামের কবর প্রায় পুরোপুরি ধুলায় মিশে গেছে। তবে তার সমর্থকরা জানিয়েছে অনেক আগেই সাদ্দামের মরদেহ সেখান থেকে গোপন জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
সাদ্দামের জন্মশহর তিকরিত। গত জুন মাসে শহরটি দখল করে নেয় আইএস। সুন্নি-অধ্যুষিত শহরটি পুনরুদ্ধারে ১ মার্চ অভিযান শুরু করে ইরাক সরকার।