জয়ের হ্যাটট্রিক রুনিদের

SHARE

runi16ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটস্পারকে ৩-০ হারাল রেড ডেভিলসরা। ইপিএলে ম্যান ইউ-এর এটা টানা তৃতীয় জয়। আগের দুই ম্যাচে সান্ডারল্যান্ড ও নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছিল লুইস ভ্যান গালের দল।

এবার নিজেদের মাঠে মারোয়ানি ফেলাইনির দুর্দান্ত গোলে দশ মিনিটেই এগিয়ে যায় ম্যান ইউ। মাইকেল ক্যারিকের পাস পেয়ে ডি বক্সের মধ্যে দ্রুত ঢুকে কোনাকুনি শটে গোল করেন বেলজিয়ামের মিডফিল্ডার।
ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্যারিক। কর্নারে প্রথমে জোরালো হেড করেছিলেন ফেলাইনি, কিন্তু বিপক্ষ রক্ষণের এক খেলোয়াড় তৎপরতায় তা জালে জড়ায়নি। ফিরতি বলে পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার ক্যারিক।

৩৫ মিনিটে ৩-০ করে জয়টা কার্যত নিশ্চিত করেন ওয়েন রুনি।

প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখেন রুনিরা৷ ব্যবধান বাড়ানোর কয়েকটা সুযোগও পায় ভ্যান গলের শিষ্যরা৷কিন্তু আর গোল হয়নি৷

এই জয়ের সুবাদে লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৯ ম্যাচে ৫৬।